ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে মাদরাসার আয়ার সঙ্গে শিক্ষকের অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযূক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে সলংঙ্গা থানা এলাকায়। সলংঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত এলাকার স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষকের সঙ্গে একই প্রতিষ্ঠানের আয়ার অনৈতিক সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার রাতে ওই আয়ার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিক্ষক জাহিদুল ইসলাম তার বাড়িতে যান। এ সময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তার বাড়িতে যায় এবং ওই ২ জনকে আপত্তিকর অবস্থায় আটক করে। এ ঘটনায় শিক্ষককে গণধোলাই দেয়া হয় এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে আয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সিরাজগঞ্জ,অনৈতিক,শিক্ষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত